এসআইআর এবং ইনিউমারেশন ফর্ম—সোমবার বিকেল থেকে এটাই এখন চর্চার কেন্দ্রে। নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে, ফর্ম ফিল আপ করতেই হবে। আর বর্তমান ভোটার তালিকা অনুযায়ী সেই ইনিউমারেশন ফর্ম আজ, মঙ্গলবার থেকেই রাজ্যে ছাপানো শুরু হয়ে যাবে। ৪ নভেম্বর থেকে বুথ লেভেল অফিসার বা বিএলওরা ওই ফর্ম ভোটারদের বাড়ি বাড়ি সরবরাহ করবেন। তাতে সংশ্লিষ্ট ভোটারের নাম, পার্ট নম্বর, বিধানসভা ও লোকসভা কেন্দ্রের তথ্য আগে থেকেই ছাপানো থাকবে। ফর্মে ভোটারদের জন্ম তারিখ, নিজের নাম, বাবা-মায়ের নাম এবং সাম্প্রতিক ছবি দিতে হবে। রাজ্যে শেষ এসআইআরের বছর অর্থাৎ ২০০২ সালের ভোটার তালিকায় যেসব ভোটারের নাম রয়েছে, তাঁদের কোনও নথি লাগবে না। ফর্ম পূরণ করতে গিয়ে অসুবিধায় পড়লে সংশ্লিষ্ট ভোটারদের সাহায্য করতে বাধ্য থাকবেন বিএলওরা। এসআইআর ঘোষণার পরই অবশ্য রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর আজ, মঙ্গলবারই সর্বদল বৈঠকের ডাক দিয়েছে। কারণ, প্রস্তুতিপর্বও যে শুরু হচ্ছে আজই।
এখানে আপনারা প্রতিনিয়ত কেন্দ্র বা রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের আপডেট, কৃষক সংক্রান্ত খবর, চাকরির খবর, কেন্দ্র বা রাজ্য সরকারের বিভিন্ন খবরের আপডেট ,ট্রেন্ডিং খবর সমস্ত কিছু পেয়ে যাবেন |
Social Plugin